fbpx

সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ধরন: আইইডিসিআর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা শনাক্তের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট বলে আইইডিসিআর এর একটি গবেষণায় উঠে এসেছে।

ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণও পাওয়া গেছে ওই গবেষণায়। একইসঙ্গে আরও একটি অজানা নতুন ভ্যারিয়েন্টও শনাক্ত করা গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর জানিয়েছে, করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে সেখান থেকে এই তথ্য পাওয়া গেছে। পরীক্ষায় ৫০টি নমুনার ৪০টি ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট, ৮টি বিটা ভ্যারিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, একটি সার্কুলেটিং ও ১ টি আন-আইডিন্টিফাউড (অজানা) ভ্যারিয়েন্ট।

ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত ৪০ জন রোগীর মধ্যে ১৪ জন বিদেশে যাননি অথবা বিদেশ থেকে আগত রোগীর সংস্পর্শে যাওয়ার তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ বিদ্যমান বলেও উল্লেখ করা হয় গবেষণায়।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, খুলনা, ঢাকা, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ ও পিরোজপুর থেকে গবেষণার জন্য সংগ্রহ করা নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টটি শনাক্ত করা গেছে বলে জানিয়েছে আইইডিসিআর।

Advertisement
Share.

Leave A Reply