fbpx

সংসদে বাজেট উত্থাপন শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে চলছে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পেশ অধিবেশন। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ৩টায় বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারে তৃতীয়বারের মতো বাজেট পেশ করছেন মুস্তফা কামাল। শুরুতেই তিনি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজেট বক্তব্য শুরু করেন।

গত বছরের ন্যায় এবারও করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে বাজেট উত্থাপন করা হচ্ছে। এবারের বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এ বাজেটে করোনাকে অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন-জীবিকা রক্ষায় প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারের বাজেট। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় ঘাটতি দাঁড়াচ্ছে ৬ দশমিক ৫ শতাংশের মতো।

Advertisement
Share.

Leave A Reply