fbpx

সংসদে বাজেট ঘোষণা আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসের সর্বোচ্চ ঘাটতির বাজেট। মানুষের জীবন-জীবিকা রক্ষাকে প্রাধান্য দিয়ে সবচেয়ে বড় নতুন এ বাজেট আকারের দিক থেকেও প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেল তিনটায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শিরোনামে ঘোষণা করা হবে আজকের বাজেট।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দায়িত্বকালের তৃতীয়, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট হবে এটি। আজকের অধিবেশনে অর্থমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্যের সাথে থ্রিডি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হতে পারে করোনাকালীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার নানা মাইলফলক।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এবার ২ লাখ ১১ হাজার কোটি টাকা ঘাটতি থাকতে পারে নতুন বাজেটে। যা দেশের মোট জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। আর বাজেটে এবার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে, ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর বাইরে, ব্যাংক থেকে সরকারের সম্ভাব্য ঋণ ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি থেকে আসতে পারে, ৩২ হাজার কোটি টাকা। পাশাপাশি, নতুন বাজেটে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে বরাদ্দ থাকতে পারে, ২ হাজার ৫৮৮ কোটি টাকা। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ মেটাতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হতে পারে, ৬৮ হাজার ৫৮৯ কোটি টাকা।

এবার পুঁজিবাজারেও আসতে পারে সুখবর। কালো টাকা সাদা করার সুযোগ থাকার সম্ভাবনা থাকতে পারে বিনিয়োগে। তাছাড়া, লেনদেনের ওপর বহাল থাকা অ্যাডভ্যান্স ইনকাম ট্যাক্সও কমানো হতে পারে।

এছাড়া, এবারে বাজেটে বাড়ার সম্ভাবনা রয়েছে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাও। পাশাপাশি, বহাল থাকতে পারে মোবাইল অপারেটর, বিড়ি-সিগারেট, তামাক, তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির ন্যূনতম করের হার। তবে, নতুন বাজেটে ভর্তুকি বাড়াতে প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়বে কৃষিখাতে। এর সাথে, ১০০ জন হিজড়ার কর্মসংস্থান হবে, এরকম কোম্পানির করপোরেট কর ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার।

এদিকে, বাজেট পেশের পর ৪ ও ৫ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৬ জুন কার্যদিবসে সংসদে ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হবে। এ আলোচনা শেষে ৭ জুন সম্পূরক বাজেট পাস করার কথা রয়েছে। এরপর বিরতি দিয়ে প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের ওপর আলোচনা শুরু করা হবে। আর আগামী ৩০ জুন ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত বাজেট পাশ করা হবে।

Advertisement
Share.

Leave A Reply