fbpx

সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার আল্টিমেটাম জাবি প্রশাসনের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর তারা যদি হল ছেড়ে না দেয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও শিক্ষার্থীদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু সংখ্যক শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে কোনো কোনো আবাসিক হলে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ২২ তারিখ সকাল দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার আল্টিমেটাম জাবি প্রশাসনের

প্রসঙ্গত, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন।

হামলা ও সংঘর্ষের পর স্থানীয় মেসগুলোতে অবস্থান করতে ‘নিরাপত্তার অভাব’ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তবে সরকারের নির্দেশনা ছাড়া হল খোলা সম্ভব নয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই সবগুলো আবাসিক হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

সেদিন রাত থেকেই ছেলেদের সবগুলো হলে শিক্ষার্থীরা অবস্থান করতে শুরু করেন। আর মেয়েদের হলগুলোর তালা ভেঙে ঢোকার পর আবার সবগুলো হলে তালা ঝুলিয়ে দেয় সংশ্লিষ্ট হল প্রশাসন।

তবে হলে ঢোকার লক্ষ্যে আন্দোলনের ঘোষণা দিয়ে রেখেছেন নারী শিক্ষার্থীরা। আজ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টে এক জমায়েতের ঘোষণাও দিয়েছেন তারা। তবে এর আগেই হল ছাড়ার আল্টিমেটাম জারি করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement
Share.

Leave A Reply