fbpx

সন্ধান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
মায়ের কোল ছাড়াও তুমি এ কোল ও কোল বিবিধ কোলে ঝাঁপ দিয়ে চলে গিয়েছিলে। কুমারী নারীর ভেতর সঞ্চার করেছিলে অমোঘ মাতৃত্ব। কুমারী স্তন তোমার ঠোঁটে কৌতূহলবশত কেউ কেউ ঠেসে দিয়েছিল। তুমি জীবনজিজ্ঞাসা করেছিলে পান! কারো কারো কোল নষ্ট করে দিয়েছিলে উষ্ণ প্রস্রবণে। মা ছাড়াও তুমি অনেককে জড়িয়ে বেড়ে উঠছিলে। যারা কোল দিয়েছিল, দিয়েছিল বসন্ত- স্নেহ, বিন্নি ধানের ঢেউ_
তারা অনেকেই আজ বেঁচে নেই। যারা বেঁচে আছে তাদের চোখ ঝাপসা। কেউ কেউ সুদূরপ্রবাসী হয়ে বুড়ো বয়সে তসবি গুনছে।
কেউ কেউ আছে দূরত্বের সংজ্ঞায়। তোমার ঋণ আছে এইসব মানুষের কাছে।
তোমার ভেতর ওরা ভালোবাসাও বুনে দিয়েছিল।
তুমি এক পরিবারে জন্ম নিলেও ওরা ছিলো ভিন্ন ভিন্ন পরিবার।
তোমার হারিয়ে যাওয়ায় একদিন ভিন্ন ভিন্ন পরিবার, সবাই একত্র হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাকে খুঁজেছিল। তুমি আজ কাকে খুঁজো?
যাকে কামড়ে দিয়েছিলে আঙুলে আজ একবারের জন্য কি মনে হয় না, সেই দাগ, সেই শৈশবের পুরাকীর্তি এখনো আছে কিনা?
মানুষ দ্রুত বদলে যাচ্ছে, সূর্য ভালো করে ফোটার আগেই মানুষের অতীত মুছে যাচ্ছে কালো রাবারে।
তুমি ভিন্ন ভিন্ন পরিবারের সেই সব হারিয়ে যাওয়াদের একজনকেও আজ অন্তত খুঁজে আনো।
তার কাছে আজ ছোট শিশুটির মতো একটিবার হেসে ওঠো
কামড়ের দাগে চুম্বন করে জ্যোছনা ফলাও…
Advertisement
Share.

Leave A Reply