fbpx

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা হবে অনলাইনে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্বের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আলোচনা করে ইউজিসির এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পরীক্ষা নেবে। তবে কীভাবে নেবে, সেটা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে ঠিক করবে।

এরই মাঝে এ বিষয়ে তাঁরা একটি গাইড লাইন তৈরি করেছেন। সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় সেটা পরিপত্র আকারে জারি করলে তা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।

এর আগে আগামী ১ জুলাই থেকে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি৷

Advertisement
Share.

Leave A Reply