fbpx

সভা চলাকালীন সময় ঘুমিয়ে পড়লেন জো বায়ডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হাওয়াই-এর একজন আইনপ্রণেতা গত শুক্রবার দাবানলে বিধ্বস্ত দ্বীপ মাউইতে রাষ্ট্রপতি বায়ডেনের সাম্প্রতিক সফরের নিন্দা করেছেন।

দাবানলে শহরটিতে ১০০ জনের বেশি মানুষ মারা গিয়েছে। আগুনে পুড়ে এলাকাটি প্রায় সমতল হয়ে গিয়েছে। এরপর ডেলে ছুটি কাটানোর সময় প্রেসিডেন্ট বায়ডেনকে প্রথমবার আগুনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের “কোন মন্তব্য নেই” বলে প্রতিক্রিয়া জানান। এই আইনপ্রণেতা বলেছেন যে স্থানীয়রা প্রেসিডেন্টের এই  মন্তব্যকে “মুখে চড়” হিসাবে দেখেছেন। এছাড়া সফরকালে এক সভায় জো বায়ডেনকে মাথা নীচু করে ঘুমিয়ে পড়তেও দেখা যায়।

আগস্টের শেষের দিকে এই সংক্ষিপ্ত সফরে তিনি একটি প্রেস কনফারেন্স করেন। যেখানে তিনি স্থানীয় পরিবারগুলির সাথে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন।অনুষ্ঠানে দাবানলে সর্বস্ব হারিয়ে ফেলা পরিবারগুলি তাদের অভিজ্ঞতা শেয়ার করার সময় প্রেসিডেন্ট বায়ডেন সেখানেই ঘুমিয়ে যান।

অবশ্য কিছু দর্শক পরে বলেছিলেন যে, তার চোখ খোলা ছিল এবং মাথা নিচু অবস্থায় তিনি সতর্ক ছিলেন।

বায়ডেন হাওয়াইতে এসেছিলেন আগুনে পুরো লাহাইনা শহর পুড়ে যাওয়ার কিছু সময় পরে। সেখানে তিনি ৬ ঘন্টারও কম সময়ের জন্য ছিলেন।

 

Advertisement
Share.

Leave A Reply