fbpx

‘সময়মতো আন্দোলনের ডাক দেবে বিএনপি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ে সময়মতো সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্দোলনের জন্য নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতিও নিতে বলেছেন মির্জা ফখরুল।

১০ জুন (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকেই বিএনপিকে আন্দোলনের কথা বলেন। বিএনপি আন্দোলন করেছে ২০১৪ সালে, ২০১৮ সালে। জনগণ সারা দেশ বন্ধ করে দিয়েছিল। বিএনপির সময় হলে আবার আন্দোলন করবে। ‘

তবে তিনি বলেন, ‘এখনো আন্দোলনের ডাক দেয়ার সময় আসেনি, সময় হলেই ডাক দেয়া হবে। ছাত্র শ্রমিক যুবক তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণঅভ্যুত্থান হবে। তরুণদের ছাড়া গণঅভ্যুত্থান হবে না।’

তিনি মনে করেন, জনগণের সাথে প্রতারণা করে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। সুষ্ঠু নির্বাচনে আওয়ামী- লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবেনা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন,  ‘এই সরকার জনগণের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ডিসি এসপিরা বক্তব্য দেয়, সরকার তারা বানিয়েছে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। কোনো দেশ তা করে দিয়ে যাবে না। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোই তা করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের আশপাশে তাকিয়ে দেখবেন আওয়ামী লীগের নেতা-কর্মী, বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা সব আছে না? তাদের চলাফেরা, চাল-চলন দেখেছেন? নিশ্চয় দেখেন। রাতারাতি সব আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। এদের হাতে যদি দেশ বেশিদিন থাকে, এই দেশের অস্তিত্ব থাকবে না, এদেশ টিকবে না। ছোটবেলায় আমরা পড়তাম, গানও শুনেছি ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এলো দেশে। এই সেই বর্গী এরা।’

এসময় জিয়াউর রহমানের জীবনাদর্শ দলের নেতাকর্মীদের জন্য গর্ব উল্লেখ করে তা অনুসরণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Advertisement
Share.

Leave A Reply