fbpx

সরীসৃপরা রাস্তা পার হবে সেতু দিয়ে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের উত্তরাখণ্ডের ব্যস্ত রাস্তা খালাদহুনগি-নৈনিতাল। পাহাড়ি এই রাস্তার দুই ধার গাছ-গাছালিতে ঢাকা। আর এখানে রয়েছে গিরগিটি, সাপ, কাঠবিড়ালীসহ নানান রকম সরীসৃপের বসবাস।

তবে, দ্রুত গতিতে গাড়ি চলাচলের কারণে রাস্তা পার হতে গিয়ে বিপাকে পরে এই প্রাণীরা। হরহামিশাই চাকায় পিষ্ট হয় এদের জীবন।

এবার এরই প্রতিকার খুঁজেছেন রাজ্যটির বন বিভাগ। সরিসৃপদের পারাপারের জন্য তৈরি হয়েছে একটি ইকো ব্রিজ। ৪০ ফুট উচ্চতা ও  ৯০ ফুট লম্বা এই সেতুটি তৈরিতে ব্যবহার হয়েছে বাঁশ, পাট ও ঘাস। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই ধরনের সেতু এটাই প্রথম। শুধু সরীসৃপ নয়, এই সেতু দিয়ে পাড় হতে পারবে চিতাবাঘ, হরিণ, এমনকি হাতির মতো প্রাণীও। সেতুর দুই পাশে বসানো হয়েছে স্থায়ী দুটি ক্যামেরাও যা দিয়ে প্রাণীদের চলাচল পর্যবেক্ষণ হবে। আর প্রাণীগুলো যাতে সেতুটি ব্যবহার করে, সেজন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রাণীদের আকৃষ্ট করতে ঘাসে ঘাসে ছেয়ে দেওয়া হয়েছে সেতুটি।

বিশেষ এই সেতুটি দেখতে এরই মধ্যে ভিড় করছেন পর্যটকরা। ভুলছেন না সেলফি তুলতেও।

Advertisement
Share.

Leave A Reply