fbpx

‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার অনুদান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা মহামারির দ্বিতীয় আঘাতে বিপদগ্রস্থ সাংবাদিকদের সাহায্যের জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্বাক্ষর করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, করোনার এই পরিস্থিতিতে সারা দেশের সাংবাদিকদের সাহায্য করার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

এর আগে, রবিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি সভাশেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাছান মাহমুদ। এ সময় করোনা আক্রান্ত অবস্থায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন চিকিৎসাধীন তথ্যসচিব ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান খাজা মিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালেও ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে। তখন প্রথম দফায় সারাদেশে দলমত নির্বিশেষে অস্বচ্ছল, নানা কারণে চাকরিচ্যুত বা চাকরি থাকা সত্ত্বেও বেতন না পাওয়া ৩ হাজার ৩৫০ জন সাংবাদিককে সহায়তা দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply