fbpx

সাকিবের দুর্দান্ত প্রত্যাবর্তন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিরিজ শুরুর আগে থেকেই বিভিন্ন ঘটনায় আলোচনায় ছিল উইন্ডিজের বাংলাদেশ সফর। ক্যারবিয়ানদের দুর্বল দল, মাশরাফী বিন মোর্ত্তুজা দলে সুযোগ না পাওয়া, সবকিছুই হয়েছে খবরের শিরোনাম। তবে ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন সাকিব আল হাসান এবং অভিষিক্ত হাসান মাহমুদ।

দীর্ঘদিন পর সাকিবের প্রত্যাবর্তন আর এক অভিষিক্ত নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরুতেই উইন্ডিজকে ধাক্কা দেন মোস্তাফিজুর রহমান। লাইন, লেন্থ আর সাথে উইকেট, নতুন জার্সিতে যেন পুরনো ফিজ। তুলে নিয়েছেন দুই উইকেট।

পরবর্তী কাজটা করেছেন সাকিব আল হাসান এবং হাসান মাহমুদ। দুজনে মিলে নিয়েছেন সাত উইকেট। সাকিব ৮ রানে চার আর নবাগত হাসান ২৮ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। বাকি এক উইকেট নিয়েছেন মেহেদী হাসান।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪০ রান এসেছে কাইল মেয়ার্সের ব্যাট থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে রভম্যান পাওয়েল ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর: উইন্ডিজ- ১২২ (৩২.২ ওভার), ( কাইল মেয়ার্স ৪০, পাওয়েল ২৮, সাকিব ৪/৮, হাসান মাহমুদ ৩/২৮, মুস্তাফিজ ২/২০)

Advertisement
Share.

Leave A Reply