fbpx

সাকিবের নতুন রেকর্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘ক্যাপ্টেনস গেম’ খ্যাত ক্রিকেটে অধিনায়কের পারফর্ম করাটা যেকোনো দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে সেই ক্যাপ্টেন যদি হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাহলে পারফর্ম করার গুরুত্বটা নিশ্চয়ই শেখাতে হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মত্ত থাকা সাকিব এবার স্পর্শ করেছেন নতুন মাইলফলক।

তৃতীয় বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে করেছেন এক হাজারের অধিক রান। ২০০৯ সালে প্রথমবার টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব এই নিয়ে তিন ধাপে পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব।

অ্যান্টিগায় ব্যাক টু ব্যাক হাফ-সেঞ্চুরি হাঁকানো টেস্ট অধিনায়ক সাকিবের ব্যাট থেকে টেস্টে রান এসেছে ১০৩২। খেলছেন ২৯ ইনিংস, ফিফটি চারটি আর সেঞ্চুরি একটি।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে অধিনায়ক হিসেবে এক হাজারের অধিক রান আছে হাবিবুল বাশার সুমন এবং মুশফিকুর রহিমের। ৩৪ ইনিংসে সুমনের রান ১০৪৪। আর ৯০ ইনিংসে মিস্টার ডিপেন্ডেবলের রান ২৩২১।

২০০৯ সালে প্রথমবার অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব দায়িত্ব হারান ২০১১ সালে। ২০১৮ তে আবারো দায়িত্ব ফিরে পেলেও নিষেধাজ্ঞার কারণে আবারো দায়িত্ব হারান সাকিব। ২০২২ সালে আবারো অধিনায়কের দায়িত্বে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Advertisement
Share.

Leave A Reply