fbpx

সাকিব জামালদের-ম্যারাডোনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

 

দুনিয়াতে তারকার সংখ্যা অনেক,তবে যিনি গোটা দুনিয়াকে এক করতে পারেন তিনিই তো কিংবদন্তি,মহাতারকা।হা দিয়াগো ম্যারাডোনা কথা বলছি তিনি ছিলেন এমনই একজন। তা নাহলে বুয়েন্স আয়ার্স থেকে ভেসে আসা কান্না যে ঢাকাকে ঢেকে দিয়েছে বিষন্নতায় ! ম্যারাডোনা মারা গেছেন,২৫ নভেম্বর রাতে যেন ভক্তদের ভালোবাসার ঈশ্বরের” ফিরে গেছেন তার ঈশ্বরের কাছে। ফুটবল কিংবদন্তির এই প্রয়াণ সর্বসাধারণের মতো ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রীড়াজগতের তারকাদের।

সাকিব জামালদের-ম্যারাডোনা

জয় করেছে ১৭ হাজার ৫০ কিলোমিটারের দূরত্ব।ক্রিকেট থেকে ফুটবল, আর্জেন্টাইন এই কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জামাল ভূঁইয়াদের মতো দেশী তারকারা। সাকিব তার স্বীকৃত ফেসবুক পেইজে থেকে আবেগঘণ এক লেখার মাধ্যমে বিদায় জানিয়েছেন বিশ্বজয়ী এই ফুটবলারকে। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তো সরাসরি জানিয়ে দিয়েছেন, তার কাছে সুপারস্টার একজনই, তিনি দিয়াগো আরমান্দো ম্যারাডোনা। সাকিব, মাশরাফী ছাড়াও ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন মুশফিক, তামিমরা।

 

সাকিব জামালদের-ম্যারাডোনা

 

বাংলাদেশ ফুটবল দলের কাপ্তান জামাল ভুঁইয়ার কাছেও ম্যারাডোনা ছিলেন ভিন্ন অনুভূতির এক নাম। তার ফেসবুক পেইজে তিনি লিখেছেন, পুরো পৃথিবী তোমাকে মিস করবে দিয়াগো।ম্যারাডোনা বিদায়ের সঙ্গে বিদায় নিয়েছে এক প্রজন্ম, একটি আলোচিত-সমালোচিত চরিত্র। সব বিতর্কের পরেও ফুটবলে ম্যারাডোনা তো ওই একজনই। নিশ্চিতভাবেই এই শোক কাটিয়ে উঠতে পৃথিবীর সময় লাগবে বেশ অনেক দিন।

 

সাকিব জামালদের-ম্যারাডোনা

Advertisement
Share.

Leave A Reply