fbpx

সাগরে গভীর নিম্নচাপ: বৃষ্টি হবে আগামীকাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিমমধ্য এলাকায় একটি গভীর নিম্নচাপ রয়েছে। যেটি ইতোমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ কাওসার পারভীন বিবিএস বাংলাকে জানান, ‘গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে সরে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এটি শনিবার নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই গতিবেগ সক্রিয় থাকলে ৫ ডিসেম্বর রবিবার ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশার মাঝামাঝি উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের গতিবেগের উপর নজর রাখা হচ্ছে। শনিবার বিকেল নাগাদ এর আঘাত হানার স্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।‘

কাওসার পারভীন বলেন, ‘সমুদ্রে নিম্নচাপের কারণে শনিবার বিকেলে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় হাল্কা ধরণের বৃষ্টিপাত হতে পারে। রবিবার ও সোমবার সারাদেশে হাল্কা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগ পর্যন্ত দিনের চেয়ে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিছুটা গরম অনুভূত হবে। বৃষ্টি হবার পরে আবার তাপমাত্রা শীতল হয়ে যাবে।‘

শৈত্য প্রবাহের বিষয়ে তিনি বলেন, ‘এইমাসে বড় কোন শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। ডিসেম্বর মাসর শেষ দিকে মৃদু থেকে মাঝারি একটি শৈত্য প্রবাহ বয়ে যাবার সম্ভাবনা রয়েছে।‘

বিশ্ব আবহাওয়া সংস্থার তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়াদ। এটি সৌদি আরবের প্রস্তাব করা নাম।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Share.

Leave A Reply