fbpx

সাত কলেজে ভর্তি আবেদন পড়েছে প্রায় ১ লাখ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও অনলাইন ভর্তি কমিটির সদস্য ড. মামুন-উর-রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের চেয়ে তুলনায় বিজ্ঞান ইউনিটে আবেদন বেশি পড়েছে। মানবিকে ৩০ হাজারের বেশি, বাণিজ্য ইউনিটে ২৪ হাজারের বেশি এবং বিজ্ঞান ইউনিটে প্রায় ৪৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি আবেদন শেষ হয়। যেখানে সর্বমোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি।

এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ছয় হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটে আসন পাঁচ হাজার ৩১০টি এবং কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন রয়েছে।

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ও ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের এবং ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement
Share.

Leave A Reply