fbpx

সাত মাসে প্রথমবার ফোনালাপে বাইডেন-শি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাত মাসের মধ্যে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেছেন।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে দুই প্রেসিডেন্টের আলাপচারিতার খবর প্রকাশ করা হয়েছে। এ সময় দুই নেতা চীন ও যক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যেসব ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে এবং যেসব ক্ষেত্রে দুই দেশের স্বার্থ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে সেগুলোও আলোচনায় ছিল।

আধিপত্য বিস্তারে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা যেন দ্বন্দে পরিনত না হয়, সে বিষয়ে দায়িত্বশীল থাকার বিষয়টিও আলাপনে উঠে এসেছে।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে ক্ষমতাধর এই দুই দেশের শীর্ষ নেতার মধ্যে সর্বশেষ ফোনে কথা হয়।

বেশ কিছু কারণে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। বিশেজ্ঞরা বলছেন, বিগত কয়েক দশকের মধ্যে এখনই দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply