fbpx
BBS_AD_BBSBAN
৫ই ডিসেম্বর ২০২২ | ২০শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

সাবধানে থাকুন এই শৈত্যপ্রবাহে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুয়াশার সঙ্গে শীতের লুকোচুরির পালা শেষ। অবশেষে শীত জেঁকে বসেছে গ্রাম ছাড়িয়ে শহরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। আর শনিবার থেকে দেশের কয়েকটি এলাকায় শৈত্য প্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে। এছাড়া পূর্বাভাসে আরও বলা হয়, কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ১০-এর নিচে নেমে যেতে পারে।

আগামীকাল অথবা পরশু তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। এতে দেশের একটি বড় অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র কিছু হবে না।

শৈত্যপ্রবাহ মূলত হবে রাজশাহী, রংপুর ও খুলনায়। এর বাইরের অঞ্চলগুলোতেও তাপমাত্রা কিছুটা কমবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে শেষ রাত পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Advertisement
Share.

Leave A Reply