fbpx

সাবেক-বর্তমান দুই মেয়রের দ্বন্দ্ব অচিরেই সমাধান হবে: স্থানীয় সরকারমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন ও বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের মধ্যকার দ্বন্দ্ব অচিরেই সমাধান হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

১৬ জানুয়ারি শনিবার রাজধানীর ঢাকা ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন এলজিআরডিমন্ত্রী।

সাবেক ও বর্তমান দুই মেয়রের বাদানুবাদ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সবার দৃষ্টিভঙ্গি এক নয়, মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে পার্থক্য থাকতেই পারে। কিন্তু একটা সময়ের ব্যবধানে তা ঠিক হয়ে যাবে। দুই মেয়রের দ্বন্দ্ব অচিরেই সমাধান হবে।‘

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র খোকন ও বর্তমান মেয়র তাপসের পাল্টাপাল্টি অভিযোগ বর্তমান সময়ে বেশ আলোচনা সমালোচনার ঝড় তুলেছে।

৯ জানুয়ারি হাইকোর্টের সামনে মানববন্ধন করে উচ্ছেদ হওয়া ফুলবাড়িয়া সুপার মার্কেটের দোকান ব্যবসায়ীরা। সে মানববন্ধনে অংশ নিয়ে সাঈদ খোকন বলেন, ‘বর্তমান মেয়র দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তাঁর নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন এবং তা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।‘

পরেরদিন ১০ জানুয়ারি, এই অভিযোগের জবাবে বর্তমান মেয়র তাপস গণমাধ্যমকে বলেন, ‘কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বর্শবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি দায়িত্বশীল পদে থেকে দেয়াটা সমীচীন মনে করি না।‘

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন শেখ ফজলে নূর তাপস।

অনুষ্ঠানে এলজিআরডিমন্ত্রী জানান, ‘রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে আগামী সপ্তাহে দুই সিটি করপোরেশনকে নিয়ে বৈঠকে বসবে মন্ত্রণালয়।‘

Advertisement
Share.

Leave A Reply