fbpx

সাব্বির নাসিরের ‘আবোল তাবোল’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গানের মানুষ সাব্বির নাসির। কখনো ফোক, কখনো ক্ল্যাসিক আবার কখনো হার্ড রক নিয়ে হাজির হন এই গায়ক।

২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন গানের মিউজিক ভিডিও। ‘আবোল তাবোল’ শিরোনামের গানটি লিখেছেন সোমেশ্বর অলি। এটি তৈরি করেছেন এপিরাসের শেখ শাফি ও শেখ সামী মাহমুদ।

তানিম রহমান অংশুর পরিচালনায় এই মিউজিক ভিডিওতে সাব্বির নাসিরের ব্যান্ড ব্ল্যাকমুন-এর পাশাপাশি মডেল হিসেবে আছেন সুদীপ বিশ্বাস দীপ, সাদিকা স্বর্ণা, নয়ন ও এপিরাস ভ্রাতৃদ্বয়কে।

সাব্বির নাসির বলেন, ‘এত বিষাদের মাঝে একটু আশা, আনন্দ ও উল্লাস যেন জীবনের উৎসবকে প্রাণবন্ত করে, নতুন বছরের আগে এ প্রত্যাশা। এপিরাসের সঙ্গে দ্বিতীয় কাজ এটি। ফোক এলিমেন্ট আছে। নববর্ষের আগাম ভালোবাসা সবার প্রতি।’

উল্লেখ্য, ‘হর্ষ’, ‘ফুল ফোটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’, ‘তুমি দমে দম’সহ বেশক’টি গান দিয়ে আলোচনায় আসেন সাব্বির নাসির।

শুনতে পারেন ‘আবোল তাবোল’

Advertisement
Share.

Leave A Reply