fbpx

সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করতে হবে: প্রধানমন্ত্রীর নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আজ সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভায় দলের সকল নেতাকর্মীকে এ বিষয়ে নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত ছিলেন তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বসভায় বাংলাদেশ যখন একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তখনই একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। এরইমধ্যে, অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

বৈঠক সূত্র থেকে জানা গেছে, যারা পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক অপতৎপরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement
Share.

Leave A Reply