fbpx

সারাদেশে আজ থেকে পরবর্তী তিন দিন গ্যাসের স্বল্পতা থাকবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সমুদ্রে বৈরী আবহাওয়া থাকায় সারাদেশে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটবে। এ কারণে ১৪ থেকে ১৬ জুন তিনদিন সারাদেশে গ্যাসের সংকট থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

সেখানে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। এজন্য ১৪-১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

এ প্রসঙ্গে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেন, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি ঢুকতে পারছে না। আর আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে এলএনজি নামাতে পারবে না। এজন্য আগামী তিন দিন সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।এজন্য তিনি সকলের কাছে দুঃখও প্রকাশ করেন।

Advertisement
Share.

Leave A Reply