সারার সঙ্গে সম্পর্কে রয়েছেন শুভমান গিল এই গুঞ্জনে মুখর নেটদুনিয়া। সকলেই জানতে চান, এই খবর কি সত্যি নাকি শুধুই গুঞ্জন ? কিন্তু এবার কি মুখ ফস্কে স্বীকার করেই ফেললেন শুভমান?
শুভমান গিল এবং সচিন-কন্যা সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন যেন ছাপিয়ে যাচ্ছে বিশ্বকাপের উত্তেজনাকেও। শুভমানের প্রেম নিয়ে প্রথম আলোচনা শুরু হয় কয়েক বছর আগে। সেই সময় খানিক ধোঁয়াসা ছিল দুই সারাকে নিয়ে। এক জন সারা টেন্ডুলকার, অন্য জন হলেন সারা আলি খান।
যদিও সম্প্রতি সাইফ কন্যা স্পষ্ট করে স্বীকার করেন যে, সবাই যে সারার সাথে শুভমানকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছেন, তিনি সেই সারা নন। যদিও শুভমান বা সারা কেউ-ই এখনও সম্পর্ক নিয়ে সেভাবে মুখ খোলেননি । কিন্তু মাঝে মধ্যেই যেন হেঁয়ালির মাধ্যমে ধরা দিয়েছেন একে অপরের কাছে।
এক্স-এ সারার নামে বিভিন্ন ফেইক অ্যাকাউন্ট থেকে মাঝে মধ্যেই শুভমানকে নিয়ে পোস্ট করা হয়। কখনও আবার গ্যালারিতে বসে শুভমানের খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করেন সারা। গ্যালারিতে বসে হাততালি দিয়ে উৎসাহিত করেন এই ক্রিকেট তারকাকে।
উল্টো দিকে শুভমান অনেকটাই সাবধানী। সম্প্রতি তাঁদের বিয়ের পরিকল্পনার কথা ফাঁস করেন দুবাইয়ের এক খেলোয়াড়। সাথে সাথে এই খেলোয়াড়কে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে আনফলো করে দেন শুভমান গিল।
তবে বেশ কয়েক মাস একটি পডকাস্ট শোয়ে শুভমানকে জিজ্ঞেস করা হয়, তিনি কি সারার সঙ্গে সম্পর্কে রয়েছেন! প্রশ্ন করা হলে, লাজুক হেসে ক্রিকেট তারকা বলেন ‘‘হয়তো’’। সেই অনুষ্ঠানের পুরনো ভিডিও হঠাৎ নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রবিবার বিশ্বকাপের ফাইনালের এক দিন আগেই আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন সারা। এর আগেও ভারতের একাধিক ম্যাচে মাঠে দেখা গিয়েছিল তাঁকে। রবিবারও শুভমানের জন্য সচিন-কন্যাকে গলা ফাটাতে গ্যালারিতে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।