fbpx

সারা বিশ্ব বাংলাদেশের জনগণকে সম্মানিত করেছে : প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দক্ষতা বাংলাদেশ অর্জন করেছে। আর সেজন্যই আজ সারা বিশ্ব বাংলাদেশের জনগণকে সম্মানিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৮ মার্চ) দুপুরে গণভবন থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়  ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বিশ্বের সব অঞ্চল থেকেই রাষ্ট্রনেতারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা পাঠিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ২৬ মার্চ পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান, সেও শুভেচ্ছা বার্তা দিয়েছে। অর্থাৎ পৃথিবীর মনে হয় কোনো অঞ্চলে কেউ বাদ নেই বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা দিতে। এটাই হচ্ছে সার্থকতা।‘

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা  প্রসঙ্গে জননেত্রী বলেন, ‘স্কুল খুলতে চেয়েছিলাম, এখন আবার করোনা ভাইরাসের প্রার্দুভাব হঠাৎ করে বেড়ে যাওয়াতে আমরা ঠিক এখন না খুলে রোজার পরে, ঈদের পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবো।‘

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক এবং স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘যেহেতু করোনা ভাইরাসের প্রার্দুভাব আবার দেখা গেছে এবং এই ভাইরাসটাও আবার ভিন্ন ভিন্ন ভাবে এসেছে, আমাদের ঠিক আগের মতো বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।’

এসময় তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আবারও করোনাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Advertisement
Share.

Leave A Reply