fbpx

সাহসী গল্পের নাম নুসরাত জাহান

Pinterest LinkedIn Tumblr +

বিতর্ক এবং টলিউড অভিনেত্রী নুসরাত জাহান যেন একে অপরের দোসর। কেউ কাউকে ছাড়তে চায়না। একের পর এক বিতর্কের জন্ম দিয়েই চলেছেন এই অভিনেত্রী। বিয়ে, বিচ্ছেদ, নতুন প্রেম এসবের সাথে সম্প্রতি যুক্ত হয়েছে তার মা হওয়ার খবর। তার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে অবিরত কাটাছেঁড়া চলছে নেটাগরিকদের মধ্যে।

কিন্তু এত এত কটাক্ষও যেন টলাতে পারছে না নুসরাতকে। নিজের জায়গায় অনড় তিনি। সোমবার(৭ জুন) সকালে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। গাঢ় বেগুনি রঙের গাউন, খোলা চুলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নানা ধরণের পোজ দিচ্ছেন তিনি। কয়েক সেকেন্ডের ভিডিওতে নুসরাত বরাবরের মতোই সাহসী এবং সাবলীল। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শক্ত হও, সাহসী হও, সুন্দর হও।’

সাহসী গল্পের নাম নুসরাত জাহান

ছবি: ইনস্টাগ্রাম

সবার এখন একটাই জিজ্ঞাসা, কাকে এই বার্তা দিলেন নুসরাত?

তবে মা হওয়ার প্রসঙ্গে এখনও মুখ খোলেননি এই অভিনেত্রী। বোঝাই যাচ্ছে, এসবকিছু গায়েই মাখছেন না তিনি।

Share.

Leave A Reply