fbpx

সিইসি ও নির্বাচন কমিশনাররা দুর্নীতির সাথে জড়িত: রিজভী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যরা অনাচার, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, ‘অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত নিপুণ হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার ও তার কতিপয় নির্বাচন কমিশনার। শুধু একজন কমিশনার মাহবুব তালুকদার সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন। বিবেকের যন্ত্রনায় ভুগে এখন পদত্যাগের কথা ভাবছেন তিনি। তাতেই প্রমানিত হয়, নির্বাচন ব্যবস্থা এখন গভীর খাদের কিনারে।‘
রিজভী বলেন, ‘চতুর্থ দফায় পৌরসভা নির্বাচন ছিলো আগের ধাপের নির্বাচনগুলোর মতোই। আওয়ামী সন্ত্রাসীরা প্রতিটি ভোটকেন্দ্র দখলে নিয়ে চালিয়েছে নজিরবিহীন অনাচার। সামগ্রিক নির্বাচন যেনো সরকারের কর্তৃত্ববাদী শাসনের এক জলন্ত দৃষ্টান্ত।‘
ঠাকুরগাঁও সদর, লক্ষ্মীপুরের রামগতি, ময়য়নসিংহের ত্রিশাল, নরসিংদী সদর ও মাধবদী, ফরিদপুরের নগরকান্দা, রাজশাহীর নওহাট্টা ও তাহেরপুর পৌরসভার নির্বাচন, ভোট কারচুপি ও ক্ষমতাসীনদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহ চিত্র বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
Advertisement
Share.

Leave A Reply