Advertisement
কারিনা কাপুর খান মানেই নতুন স্টাইল, নতুন ট্রেন্ড। বর্তমানে তিনি অন্ত:সত্বা। এসময়ও তিনি স্টাইল মেইনটেইন করে চলছেন। কারিনা বাসা থেকে বের হবেন, আর রাস্তায় পাপারাজ্জিদের চোখে পড়বেন না, তা কি হয়!

সাধারণের মধ্যে অসাধারণ কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত
আজ বুধবার (১৬ ডিসেম্বর) তাঁর রেডিও শো’র শুটের সময় বরাবরের মতো পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন। কমলা রঙের প্রিন্টেড ড্রেস পরিহিত কারিনাকে লাগছে দুর্দান্ত! পায়ে পরেছেন নীল রঙের স্লিপার। আর চুল পনিটেইল করে বাঁধা। সবকিছু মিলিয়ে চমৎকার লুকে ধরা পড়লেন ক্যামেরার লেন্সে।
কারিনা কাপুর খান এবং সাইফ আলী খান এবার তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। তিন বছর বয়সী তৈমুর আলী খান তাঁদের প্রথম সন্তান।
Advertisement