fbpx

সিলেটে আবারও দুই দফা ভূমিকম্প

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেটে আবারও ২ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভুত হয়েছে। ৭ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই দফায় কেঁপে উঠে সিলেট অঞ্চল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরের বাসিন্দাদের মধ্যে। আতঙ্কে বিপণিবিতান ও ভবন ছেড়ে মানুষ রাস্তায় নেমে আসে।

এর ৮ দিন আগে ২৯ মে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশে ছিল।

তবে এ ধরনের ভূমিকম্প হওয়ার কারণ হিসেবে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুল ইসলাম জানান, তিনটি প্লেটের সংযোগস্থলে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে সিলেট অঞ্চলে প্লেটের সংযোগ থাকায় এটি দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সোমবার সন্ধ্যা ছয়টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এর উৎপত্তিস্থল সিলেট অঞ্চলে পড়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৮।

এদিকে, কয়েক দফা ভূকম্পনের কারণে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের ঝুঁকিপূর্ণ ২৪টি ভবনের তালিকা প্রকাশ করা হয়েছে। তাছাড়া, সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে সিলেট নগরের অভ্যন্তরের তিনটি বিপণিবিতান।

Advertisement
Share.

Leave A Reply