fbpx

সিলেটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এ বাজারে ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতরা হলেন- সুহেল আহমদ (৩৫), হাফিজ সুলতান আহমদ (২৮) ও আশিক আহমদ (২৬)৷

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিলেট থেকে জাফলংগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

ঘটনায় আহত দুজন পথচারীকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।

Share.

Leave A Reply