fbpx

সিলেটে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৫ অটোরিকশা যাত্রী

Pinterest LinkedIn Tumblr +

সিলেটে আজ একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা যাত্রী শিশুসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই শিশুসহ চারজন একই পরিবারের সদস্য। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

রবিবার (২ মে) ভোর সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর।

ওসি জানান, উপজেলার পাখিবিল এলাকায় লিংকরোড থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় জাফলংগামী একটি ট্রাক। এ সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতরা হলেন, অটোরিকশা চালক পাখিবিল গ্রামের হোসেন আহমদ, রুপচেং গ্রামের সাদিয়া বেগম ও তার দু’টি সন্তান সাত বছরের ফাবিয়া ও চার মাস বয়সী শাহাদাত এবং তারই আত্মীয় হাবিবুন নেছা। দুর্ঘটনায় আহত জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share.

Leave A Reply