fbpx

সিলেট, চট্টগ্রাম রুটে ট্রেন চলছে

Pinterest LinkedIn Tumblr +

সহিংসতার কারণে ১২ ঘন্টা বন্ধ ছিল ঢাকার সাথে সিলেট, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ তবে ভালো খবর হচ্ছেমানুষের প্রিয় গণপরিবহন আবার চালু হয়েছে। ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রুটে ট্রেন চলাচল।

রবিবার (২৮ মার্চ) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. সোয়েব একথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি আরও জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাচট্টগ্রাম ঢাকাসিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রাত ১০টায় বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে।

রাজনীতির বলি হয়ে থাকা মানুষ আর জিম্মি হবে না কোনো কর্মসূচিতে প্রত্যাশাই সময় উপযোগী। 

Share.

Leave A Reply