fbpx

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গরু পাচারের অভিযোগে রাশেদুল ইসলাম নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

জানা যায়, গতকাল শুক্রবার গভীর রাতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ী এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬-এর কাছে। রাশেদুলসহ আরও কয়েকজন বাংলাদেশি সীমান্তের কাঁটাতারের কাছে যায় ওপার থেকে গরু পাচারের জন্য। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও রাশেদুল ধরা পড়েন বিএসএফ-এর হাতে।

এ বিষয়ে বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব জানান, রাশেদুলকে ধরে নিয়ে যাবার খবর তার পরিবারকে দেওয়া হয়েছে। এছাড়া বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এখনো তারা  কোন সারা দেয়নি।

Advertisement
Share.

Leave A Reply