fbpx

সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত ১১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার আরও এক জন নিহত হয়েছে। গেল চার দিনে এই বিক্ষোভে মারা গেছে অন্তত ১১ জন। আহত হয়েছে শতাধিক বিক্ষোভকারী। সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানী খার্তুমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এই সময় সেনাবাহিনীর হামালায় নিহত হয় এক জন।

সুদানের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিসদ। এক বিবৃতিতে দেশটির সরকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

গেল ২৫ অক্টোবর, সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখলে নেয় জেনারেল ফাত্তাহ আল-বুরহাম। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার কর হয়। সেই সাথে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

Advertisement
Share.

Leave A Reply