fbpx

সুনামগঞ্জে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও তিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় ভাংচুরের ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে হামলাকারী তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।

এর আগে বুধবার (১৭ মার্চ) সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের দায়ে মামলা করে। এ সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৩৩ জন গ্রেপ্তার হলেন। এর মধ্যে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মিয়াকে (৫০) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে ‘কটূক্তি করার’ অভিযোগ ওঠে স্থানীয় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুটন দাস আপনের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে পুলিশ জনতার সহযোগিতায় মঙ্গলবার (১৬ মার্চ) রাতেই শশখাই বাজার থেকে তাকে আটক করে পুলিশ। তারই সূত্র ধরে বুধবার এ হামলার ঘটনা ঘটে।

Advertisement
Share.

Leave A Reply