fbpx

সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেয়া হবে: প্রধান বিচারপতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়ার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

২১ ফেব্রুয়ারি রবিবার সকালে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

প্রধান বিচারপতি জানান, ‘অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।‘

তিনি আরও বলেন, ‘বাংলায় রায় দেওয়ার জন্য গত ডিসেম্বরে একটি সফটওয়্যার ব্যবহার শুরু হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।‘

উল্লেখ্য, দেশের আদালতসহ সরকারি বিভিন্ন দপ্তরে শতভাগ বাংলা ভাষা নিশ্চিত করতে ‘বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭’ করেছে সরকার।

Advertisement
Share.

Leave A Reply