fbpx

‘সুরক্ষা’র উদ্বোধন, সহজ হলো নিবন্ধন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘সুরক্ষা’ অ্যাপ-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনাভাইরাস টিকার নিবন্ধন প্রক্রিয়া আরো পরিচ্ছন্ন ও গতিশীল করতেই এই অ্যাপ চালু হলো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন থেকে সারা বংলাদেশের যে কেউ করোনা টিকা পেতে অ্যাপের মাধ্যমে সরাসরি নিবন্ধন করতে পারবেন। তাতে নিবন্ধন পদ্ধতিটা আরও সহজ হয়ে গেল এবং রেজিস্ট্রেশনের গতিও বেড়ে গেল।’

মন্ত্রী আরও জানান, করোনার টিকার জন্য প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ রেজিস্ট্রেশন করছেন এবং সোয়া দুই লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। দেশে প্রায় এক হাজার কেন্দ্রে তিন থেকে চার হাজার বুথ আছে, যেখানে ১৫ লাখেরও বেশি লোক টিকা নিচ্ছেন প্রতিদিন। বৃহস্পতিবার পর্যন্ত টিকা নেয়ার সংখ্যা ১৭ লাখ এবং নিবন্ধনের সংখ্যা হবে ২৭ লাখে দাঁড়াবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত একজন ব্যক্তিরও কোনো অঘটনের কথা আমরা শুনিনি, শারীরিকভাবে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও জানা যায়নি। এই টিকা সবচেয়ে ভালো ও সহনশীল বলে প্রমাণিত হয়েছে।’

সুরক্ষা অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘জানুয়ারিতে ৫০ লাখ টিকা অগ্রিম পেয়েছি। ফেব্রুয়ারিতে ২০ লাখ আসলে টিকার ঘাটতি হবে না। চুক্তি অনুযায়ী প্রতি মাসেই টিকা আসবে।’

উল্লেখ্য, এখন থেকে গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে এবং এই অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন সাধারণ মানুষ।

 

Advertisement
Share.

Leave A Reply