fbpx

সু চির বিচার শুরু আগামী সপ্তাহে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী ও ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি –এনএলডি দলের প্রধান অং সান সু চির বিচার আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে।

সোমবার সু চির আইনজীবীর বারাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১৪ জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনবেন আদালত।

চলতি বছর ১ ফেব্রুয়ারি নির্বাচনের কারচুপির অভিযোগে সু চিকে ক্ষমত্যাচুত করে আটক করে দেশটির সামরিক বাহিনী।

আটকের পর সু চির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা অভিযোগ। অভিযোগ রয়েছে, গেল বছর নির্বাচনি প্রচারণায় করোনা সংক্রমণ রোধে দেয়া বিধিনিষেধ ভঙ্গ করেছেন তিনি। সেই সাথে তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগও আনা হয়েছে।

এর আগে, গেল মাসে প্রথমবারের মতো প্রকাশ্য আদালতে হাজির করা হয় সু চিকে। সেখানে আইনজীবী মিন মিন সোয়ের সাধে বৈঠকের সুযোগ পান তিনি।

Advertisement
Share.

Leave A Reply