fbpx

সৃজিত মিথিলার আয়রাময় দিন!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আয়রার সাথে সৃজিতের তৈরী হয়েছে দারুণ সখ্যতা। মিথিলা, সৃজিত অনেকবার সেকথা বলেছেন। সম্প্রতি স্ত্রী মিথিলা ও তার মেয়ে আইরাকে নিয়ে ভারতের আলীপুর চিড়িয়াখানা ঘুরলেন সৃজিত মুখার্জি।

চিড়িয়াখানায় গিয়ে আইরার সঙ্গে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সৃজিত-মিথিলা দম্পতি।

একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লেখেন, ‘হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি।’

সৃজিত মিথিলার আয়রাময় দিন!

ছবি: রাফিয়াত রশিদ মিথিলার ইনস্টাগ্রাম পেইজ থেকে

 

ছোট্ট আইরাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি লেখেন, ‘কোনও কিছুই বদলায় না, সবকিছু ফিরে আসে অন্য কোনও উপায়ে।’

Advertisement
Share.

Leave A Reply