fbpx

সেপ্টেম্বর শেষে চলবে না যেসব অ্যান্ড্রয়েড ফোন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাদেরকে এক দুঃসংবাদ দিচ্ছে গুগল। চলতি মাসের শেষের দিকে কয়েকটি অ্যান্ড্রয়েড ফোনে গুগলের কোনো পরিষেবা কাজ করবে না বলে জানিয়েছে এই টেক জায়ান্ট। শুধু তাই নয়, অনেক অ্যাপও কাজ করবে না ওই সকল অ্যান্ড্রয়েড ফোনে।

গুগল বলছে, পুরনো অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব, জি মেইল, গুগল ড্রাইভ, গুগল ফটোসের মতো অ্যাপগুলো আর কাজ করবে না। ওই সব অ্যান্ড্রয়েড ফোনে গুগলের এই অ্যাপগুলো কোনোভাবেই কাজ করবে না। ফলে ২৭ সেপ্টেম্বর থেকে ফোনগুলো এক রকম খেলার বাক্সেই পরিণত হবে।

এর আগে গুগল অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর থেকে কম ভার্সনের স্মার্টফোনগুলোতে তাদের সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ টেক জায়ান্টের পরিষেবা পেতে হলে কমপক্ষে অ্যান্ড্রয়েড ভার্সন ৩ হতে হবে। তবে অ্যাপ ব্যবহার না করা গেলেও ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করে কাজ চালানো যাবে বলে জানা গেছে।

তাই এখন পুরনো অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের কাছে দুটি অপশন থাকছে। হয়তো তাদের ফোন আপডেট করতে হবে নয়তো নতুন করে কোনো ফোন কিনতে হবে।

Advertisement
Share.

Leave A Reply