fbpx

সেশন জট কমাতে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে ইউজিসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থীদের সুবিধা ও সেশন জট কমানোর কথা বিবেচনা করেই ইউজিসি এমন পরিকল্পনা করছে।

এ নিয়ে আগামী বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইউজিসি আলোচনায় বসবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, ‘সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে অনলাইনে মূল্যায়ন করার বিষয়টি ইউজিসির বিবেচনাধীন রয়েছে। আমরা উপাচার্যদের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন পদ্ধতি  নিয়ে আলোচনা করার জন্য বসবো। এ অনিশ্চিত মহামারি পরিস্থিতিতে আমরা চুপচাপ বসে থাকতে পারি না।’

তবে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভর করবে। কেননা চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস চালু রেখেছিল। আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা রয়েছে।

সূত্র: দ্য ডেইলি স্টার

Advertisement
Share.

Leave A Reply