fbpx

সৌদির তায়েফ শহর যেন গোলাপের রাজ্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গোলাপের রাজ্যে পরিণত হয়েছে সৌদি আরবের তায়েফ শহর। প্রতি বসন্তেই গোলাপী রংয়ের এই ফুল শহরটিতে বাড়িয়ে দেয় পর্যটকদের আনাগোনা। এবার রমজানে ফুলের সৌন্দর্য অন্তরে যোগ করেছে যেন ভিন্ন মাত্রার পবিত্রতা।

সৌদির তায়েফ শহর যেন গোলাপের রাজ্য

তায়েফ শহরের গোলাপী গোলাপ।
ছবি: এএফপি

প্রতিবছর শহরটিতে আনুমানিক তিনশ মিলিয়ন গোলাপ ফোঁটে। খালাফ-আল তাউইরি নামের এক ফার্ম মালিক বলেন, ‘আমার প্রতিটি ফার্মে অন্তত ১৭ হাজার গোলাপ রয়েছে।  এক এক বছর এক এক রকম ফলন হয়। তবে গড়ে প্রতিবছর ৪ মিলিয়ন গোলাপ পাই’ ।

সৌদির তায়েফ শহর যেন গোলাপের রাজ্য

হজ্ব যাত্রীদের কাছে গোলাপের তেল খুবই জনপ্রিয়।
ছবি: সংগৃহীত

এই গোলাপ দিয়ে তৈরি হয় এক ধরনের তেল। যা দিয়ে পরিস্কার করা হয় পবিত্র কাবা শরিফের দেয়াল। হজ্ব যাত্রীদের কাছেও এই তেল খুবই জনপ্রিয়। তাই বড় পরিসরে বাণিজ্যিক ভাবেই চাষ হয় এ গোলাপের।

Advertisement
Share.

Leave A Reply