fbpx

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরবের আকাশে আজ (বৃহস্পতিবার) পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে এ বছর সৌদি আরবে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা গেছে। তাই দেশটিতে ২০২৩ সালের ঈদুল ফিতরের প্রথম দিন ২১ এপ্রিল পালিত হবে। আর এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনটিকেও চিহ্নিত করে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

Advertisement
Share.

Leave A Reply