fbpx

সৌদি আরব যাওয়া যাবে এক ডোজ টিকা নিয়েই!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ -এর খবর পাওয়ার পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোয় ভ্রমণ-নিষেধাজ্ঞা ও নানা বিধিনিষেধের মতো পদক্ষেপ নেওয়া শুরু করেছে এশিয়া ও ইউরোপের দেশগুলো। কিন্তু, সেই উদ্বেগের মধ্যেই সৌদি আরবে ভ্রমণসংক্রান্ত নতুন নির্দেশনা সামনে এনেছে দেশটির সরকার।

‘বিশ্বের যে কোনো দেশ’ থেকে সৌদি আরব যাওয়া যাবে, যদি করোনা টিকার কমপক্ষে একটি ডোজ নেওয়া থাকে! বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ নির্দেশনা কার্যকর হবে আগামী শনিবার অর্থাৎ এক সপ্তাহ পর থেকে।

গতকাল শনিবার (২৭ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি জারি করা হয়।

নির্দেশনায় সৌদি মন্ত্রণালয় জানায়, করোনার টিকার একটি ডোজ নেওয়া থাকলেই আগামী শনিবার থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে সৌদি আরবে ঢোকার অনুমতি পাওয়া যাবে। তবে, দেশটিতে ঢোকার পর সেখানে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এর আগে, করোনার নতুন ধরনটি নিয়ে শঙ্কার মুখে আফ্রিকার সাতটি দেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি সরকার। তবে নতুন নির্দেশনায় ফ্লাইট স্থগিতের বিষয়ে কিছু বলা হয়নি।

Advertisement
Share.

Leave A Reply