fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফোবানা সম্মেলন থাকবে জাঁকজমক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন। এ বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের এ আলোচিত আয়োজনে থাকবে জাঁকজমক।
প্রবাসীরা জানান, ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে। গত শুক্রবার এ নিয়ে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সাথে মতবিনিময় করেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনের এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনর পারভীন পাটোয়ারী এবং মজনু মিয়া।
তিন দিনব্যাপী এ সম্মেলনে রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য, ৩৪ বছর আগে ওয়াশিংটন ডিসি থেকেই ফোবানা সম্মেলন শুরু হয়। উত্তর আমেরিকায় প্রবাসীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণের সংকল্পে ভিত্তি পায় এ আয়োজন। উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতি প্রবাসে প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দেয়া। আসছে সম্মেলনে এরই প্রকাশ ঘটবে বলে জানান ফোবানা’র চেয়ারম্যান।
এবার সম্মেলনের ভেন্যু গেলর্ড রিসোর্ট এবং ন্যাশনাল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন জাকারিয়া চৌধুরী। পরিদর্শন শেষে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া সম্মেলনকে সফল করতে সবাইকে আমন্ত্রণ জানান।
এবারের সম্মেলনের আয়োজক ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ (এবিএফএস)।
সম্মেলনে দেশ ও প্রবাসের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন পর্বে থাকছে বিশেষ আয়োজন। থাকছে সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুঁথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন প্রকাশনা, ফোবানা নিউজ বুলেটিন প্রকাশনা, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানা আয়োজন।
Advertisement
Share.

Leave A Reply