fbpx

স্বামীর ভিডিও পোস্ট করলেন সানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার সুখী দাম্পত্যের আদর্শ উদাহরণ। তাদের সম্পর্কের রসায়ন চমৎকার। স্বামীকে নিয়ে সবসময়ই উচ্ছ্বসিত এবং গর্বিত সানি। সম্প্রতি সানি একটি ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝরাস্তায় এক মহিলাকে সাহায্য করছেন ড্যানিয়েল।

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ড্যানিয়েলের সঙ্গে ফিরছিলেন সানি। তখনই রাস্তায় এক মহিলাকে দেখতে পান এই তারকা দম্পতি। গাড়ির চাকা একা বদলাতে পারছিলেন না মহিলা। তাকে সাহায্যের জন্য এগিয়ে যান ড্যানিয়েল। গাড়িতে বসে সানি এই দৃশ্যেটি ভিডিও করেন। ভিডিও করতে করতে সানি বলেন, ‘একজন ভদ্র পুরুষ এমনটাই করবেন। ড্যানিয়েল একজন মহিলাকে গাড়ির চাকা বদলাতে সাহায্য করছে।’

ভিডিও পোস্ট করার পাশাপাশি সানি নিজেদের ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, ড্যানিয়েল পরেছেন হালকা গোলাপি শার্টের সঙ্গে কালো ব্লেজার। অন্যদিকে, হালকা গোলাপি ‘ হাই স্লিট’ পোশাকে তাক লাগিয়েছেন সানি।

Advertisement
Share.

Leave A Reply