fbpx

স্বাস্থ্যকর্মীকে দিয়ে শুরু হবে দেশে টিকাদান কর্মসূচি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একজন স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়ার মধ্য দিয়ে দেশে প্রাথমিকভাবে করোনা টিকার প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য সচিব বলেন, ‘আগামী ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।’

এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলন হয়। সেই অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব আব্দুল মানান জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম দিন ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে।

Advertisement
Share.

Leave A Reply