fbpx

হবিগঞ্জে বাসের চাপায় অটোরিকশার ৮ যাত্রী নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা সিলেট মহাসড়কের হবিগজঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিআরটিসি বাস ও দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনসহ মোট আটজন নিহত হয়েছেন ।আহত হয়েছেন আরও ১০ জন ।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি  বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার   হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়

৮ যাত্রী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ৭ ডিসেম্বর বিকেল পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), তাঁর মেয়ে মারিয়া বেগম (২) ও হালিমা বেগম (২৫)। অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সাতাইল নামক স্থানে গিয়ে পেছন থেকে একসঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এর মধ্যে একটি অটোরিকশা বাসের নিচে দুমড়েমুচড়ে যায়। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই অটোরিকশার ছয়জন নিহত হন। অটোরিকশা দুটি স্থানীয় পানিউমদা থেকে আউশকান্দি বাজারে যাচ্ছিল।

Advertisement
Share.

Leave A Reply