fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

হরতালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারা দেশে রবিবার (২৮ মার্চ) চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এ কর্মসূচি পালনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংগঠনটির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে হরতাল পালনকারীদের।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সকাল থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা সমবেত হতে শুরু করেন। তাদের অনেকের হাতে লাঠি দেখা যায় তখন। এ পর্যায়ে তারা সড়কে টায়ার, বাঁশ, কাঠ, চৌকি, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। মহাসড়কের যানবাহন চলাচলে বাধা দেয় হরতালকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হরতাল রুখতে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি, চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মোতায়েন রয়েছে বিজিবি ও র‍্যাব।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতের নেতা-কর্মীরা। তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে পুলিশ।

তিনি আরও বলেন, হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply