fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

হলিউডের পথে রাজকুমার রাও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বলিউড অভিনেতা রাজকুমার রাও বরাবরই ভিন্ন পথে হেঁটেছেন। ছবি নির্বাচন করেছেন বেছে বেছে। শুধু দৌড়ানোতে তিনি বিশ্বাসী নন। আর তাইতো, বলিউডের তিন খানসহ অন্যান্যদের সাথে তিনি হেঁটে যাচ্ছেন ধীরে কিন্তু সাফল্যের সাথে।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার, রাজকুমার অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’ অস্কারে শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে মনোনীত হয়েছে। অন্য দিকে তার আরেকটি সিনেমা ‘রুহি’ দাপটে মাতিয়েছে বক্স অফিস।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাজকুমার জানান, ‘দ্য হোয়াইট টাইগার’ এর পর হলিউড থেকেও কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে রাজকুমারের সাফ কথা, মনের মত সিনেমার অফার পেলেই সেখানে কাজ শুরু করবেন তিনি। 

তবে কি বলিউড থেকে আরেকজন অভিনেতা যুক্ত হতে যাচ্ছেন হলিউডে? সে উত্তর বলে দিবে সময়।

‘দ্য হোয়াইট টাইগার’ এ কাজ করার স্মৃতি এখনও তাজা রাজকুমারের মনে। পৃথিবীর নানা প্রান্তের দর্শকের ভালবাসা পেয়ে আপ্লুত অভিনেতা। এই ছবিতে কাজের অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে বলে মনে করেন রাজকুমার।

একদিকে ‘দ্য হোয়াইট টাইগার’ যেমন বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে রাজকুমারকে, একই ভাবে ‘রুহি’ দর্শক টেনেছে প্রেক্ষাগৃহে।

উচ্ছ্বসিত রাজকুমার বলেন, ‘রুহি মানুষের এত ভালবাসা পাচ্ছে। আমি খুবই খুশি। আমাদের ছবির ভাল ব্যবসাই বুঝিয়ে দিচ্ছে যে মানুষ আবার প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য প্রস্তুত। বড় পর্দায় ছবি দেখার অভিজ্ঞতা আর কোথাও পাওয়া সম্ভব নয়।’

তবে শুধু সিনেমা দেখতে গেলেই হবে না, সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছেন শক্তিমান এই অভিনেতা।

Advertisement
Share.

Leave A Reply