fbpx

হাইকোর্টে জামিন পেলেন ইরফান সেলিম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত বছরের অক্টোবরে ধানমন্ডিতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

১৮ মার্চ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ইরফান সেলিমের আইনজীবী জানায়, হাইকোর্টের দেয়া এই জামিনের ফলে কারামুক্তিতে ইরফান সেলিমের আর কোন বাধা নেই ।

গত বছরের ২৬ অক্টোবর মারধরের স্বীকার নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, মদীনা গ্রুপের অফিসার এবি সিদ্দিক দিপু, গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাতপরিচয়ের আরো দুই তিনজনকে আসামি করে মামালা দায়ের করেন নৌবাহিনীর কর্মকর্তা।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

মামলার পর ইরফান সেলিমকে তার বাসা থেকে আটক করে র‌্যাব। গত ২৭ জানুয়ারি এ মামলায় রুল জারি করেছিলেন হাইকোর্ট।

Advertisement
Share.

Leave A Reply