fbpx

হাইতির প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে হত্যা করা হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

স্থানীয় সময় রাত ১টার দিকে প্রেসিডেন্টের পোর্ট অব প্রিন্সের বাসভবনে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়। এসময় জোভেলেন মইসি নিহত হন। আহত হন দেশটির ফার্স্ট লেডিও। ৫৩ বছর বয়সী মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে হাইতির ক্ষমতায় ছিলেন।

ক্লড জোসেফ বলেন, রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এর মধ্যেই এ ঘটনা ঘটলো।

মইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার কারণে ক্ষমতায় টিকে থাকতে চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। এছাড়া সরকারবিরোধীরাও তার বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়। গত বছর রাজধানীসহ সারা দেশে তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়।

Advertisement
Share.

Leave A Reply